মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় এক গৃহবধূর আত্মহত্যা।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ১২০২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হামিদা বেগম(৪০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।নিহত হামিদা বেগম উপজেলার সলপ ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের চাদঁ আলীর স্ত্রী।

জানা যায় হামিদার ২০/২২ বছর পূর্বে কাশিনাথপুর গ্রামের চাঁদ আলীর সাথে পারিবারিক ভাবে হামিদার বিয়ে হয়।ইতিমধ্যে সে তিন সন্তানের মা হয়েছেন। বিয়ের ক’বছর পরে স্বামীর দারিদ্রতার কারনে বাবার বাড়ি চলে আসে।এতেও তাদের অভাব অনটন শেষ হয় না। তাদের দাম্পত্য জীবনে অশান্তির ছায়া নেমে আসে।ছেলে মেয়ে নিয়ে অভাব অনাটনের কারনে শুরু হয় কলহ ঝগড়া বিবাদ। অভাবের তারোনায় মনের কষ্ট ও দুঃখে মঙ্গলবার দুপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এ ঘটনা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মাহবুব আলম জানান স্থানীয়দের মাধ্যমে জানতে পারি উপজেলার কাশিনাথপুর গ্রামে এক গৃহবধূর আত্মহত্যা করেছে।

দেড়টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়।আপতত থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।আগামীকাল বুধবার ৩০ জুন লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর