রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন

ফলজ বনজ ও ঔষধি গাছের চারা রোপন ও বিতারন করেছে যুবলীগ।

সৈয়দ মোঃ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি / ৫৪৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১

পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় দেড় হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন ও বিতরন করেছে যুবলীগের নেতাকর্মীরা। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতৃত্বে দেশ ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে সোমবার দুপুরে কলাপাড়া উপজেলা ও পৌর যুবলীগ এ কর্মসূচীর আয়োজন করে।

পৌর যুবলীগের সভাপতি ও কাউন্সিলর জাকি হোসেন জুকু’র নেতেৃত্বে পৌর শহরের এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা, গোরস্থানসহ বিভিন্ন স্থনে এসব বৃক্ষ রোপন করা হয়। এছাড়া পৌর ও ইউনিয়ন যুবলীগ নেতা কর্মীদের মাঝে তিনটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরন করেছে।

এসময় কলাপাড়া উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. শফিকুল আলম বাবুল, মহিপুর থানা যুবলীগ আহবায়ক মো.মিজানুর রহমান বুলেট, উপজেলা যুবলীগ যুগ্ন সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, পৌর যুবলীগের সংগঠনিক সম্পাদক আলাআমিন হাওলাদার, গোলাম হায়দার মিঠু, যুবলীগ নেতা মো. মারুফ সহ যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কলাপাড়া পৌর যুবলীগের সভাপতি ও কাউন্সিলর জাকি হোসেন জুকু বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশে এ কর্মসূচী পালন করেছি। এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর