‘মাস্ক পড়ার অভ্যাস করি, করোনা মুক্ত বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনসচেতনতায় করোনায় দ্বিতীয় ধাপে সিরাজগঞ্জ পুলিশের উদ্যোগে শহরে র্যালি ও মাস্ক বিতরণ করা হয়েছে।
রবিবার (২৭ জুন) বিকেল ৫ টার দিকে জেলা পুলিশের আয়োজনে- এ র্যালী ও মাস্ক বিতরণ করেন, জেলা পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএমথর নেতৃত্বে পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও একই স্থানে গিয়ে শেষ।
এসময় র্যালীতে অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নুরে আলম সিদ্দিকী, রায়গঞ্জ সার্কেল ইমরান হোসেন, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মানিকুজ্জামান, বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন, ইন্সপেক্টর (অপরাধ) পুলিশ অফিস জেড জেড তাজুল হুদা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদসহ জেলা পুলিশের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
র্যালী চলাকালে শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মাঝে মাস্ক বিতরণ এবং মহামারী করোনা ভয়াল থাবা থেকে সবাইকে সচেতন থাকার আহবান জানান পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম।