গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জে করোনা আক্রান্তের হার ৪১ শতাংশেরও বেশি। সংক্রমণের দ্বিতীয় দফার প্রথম দিকে আক্রান্তের হার কিছুটা কম থাকলেও গত ৫দিন ধরে দিগুণ গতিতে বেড়ে চলেছে।
শনিবার (২৬ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় শহীদ এম মনসুর আলী পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৩৯ জনই পজিটিভ হয়েছেন। আক্রান্তের হার দাঁড়িয়েছে শতকরা ৪১ দশমিক ৪৮ ভাগ। এর আগে শুক্রবার (২৫ জুন) ১৫৬ জনের নমুনা পরীক্ষায় ৪৫ জন আক্রান্ত হয়। আক্রান্তের হার ২৮ ভাগেরও বেশি।
সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির জানান, সিরাজগঞ্জে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩১ জন। আজকের ৩৯ জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২২৫ জন। এর মধ্যে সুস্থ্য হয়ে ঘরে ফিরেছেন ৩ হাজার ৩১৪ জন।