রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন

বিলুপ্ত প্রজাতির মুখপোড়া হনুমান লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে উল্লাপাড়ার শহরে।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ৭৮৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১

সিরাজগঞ্জর উল্লাপাড়ায় বিলুপ্ত প্রজাতির মুখপোড়া হনুমান লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। জনসাধারনে ছুড়ে দেয়া বিভিন্ন ধরণের খাবার কুড়িয়ে খাচ্ছে।

শনিবার সকালে উপজেলার পৌর শহরের বিভিন্ন স্থানে হনুমানটিকে ঘুরে বেড়াতে দেখা গেছে।দীর্ঘ লেজ বিশিষ্ট এই হনুমানটির মুখ,হাত ও পা কুচকুচে কালো।

উল্লাপাড়া পৌরশহরের স্থানীয়রা জানান শুক্রোবার সকালে বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামে এই বিপন্ন প্রজাতির হনুমানটির দেখে মেলে আজ শনিবার পৌরশহরে এসে গাছের ডালে ঘরের উপর বসে এবাড়ি সেবাড়ি ঘুরে বেড়াতে দেখা যায়।

জনসাধারন নিজের ইচ্ছায় বিভিন্ন প্রকার খাবার হনুমানটিকে লক্ষ্য করে ছুড়ে মারছে।মুখপোড়া হনুমানটি তা কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। হনুমানটিকে এক নজর দেখতে উৎসক জনতা ভিরা জমাচ্ছে।কেউবা সখেবসে ছুড়ে দিচ্ছে বিভিন্ন ধরনের ফলমূল।তনমধ্যে বাদাম অন্যতম।

রাজশাহী বন বিভাগের বন্যপ্রাণি পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, লেজ বড়, হাত-পা ও মুখ কালো এই হনুমানটিকে বাংলায় মুখপোড়া বা লালচে হনুমান বলা হয়।

এটির ইংরেজি নাম capped langur evcapped Monkey ও বৈজ্ঞানিক নাম Trachypithecus। এরা সাধারনত দলবদ্ধ প্রাণী।
যে কোন কারণে দলছুট হয়ে হনুমানটি লোকালয়ে ঢুকে পড়েছে। এটিকে কোনভাবেই খাবারও দেওয়া যাবে না।লোকালয়ে পর্যাপ্ত খাবার পেলে সেই স্থান দিয়েই বেশি ঘুরঘুর করবে এবং নিজের দলের সন্ধানে যাবে না। খাবার না পেলে এক সময় ঘুরতে ঘুরতে নিজের দলে ফিরে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর