পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী জয়নাল ফকিরকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের ভদ্রকোল গ্রামের মফিজ উদ্দীনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উল্লাপাড়ার সান্যাল সলপ গ্রামের মৃত মুছা ফকিরের ছেলে জয়নাল ফকির প্রায় ২৪ বছর ধরে পলাতক ছিল।
উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক হাবিব রহমান জানান, জয়নাল ফকির ১৯৯৭ সালে পারিবারিক গোলযোগের জের ধরে তার নিজের ভাতিজা জামালকে চুরিকাঘাত করে হত্যা করে। এই হত্যাকান্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন।
২০২০ সালে সিরাজগঞ্জ জজ আদালত জয়নাল ফকিরকে তার অনুপস্থিতিতে এই হত্যা মামলার রায়ে মৃত্যুদন্ড প্রদান করেন। এরপর থেকে পুলিশ তাকে খুঁজছিল। শুক্রবার জয়নাল উক্ত ভদ্রকোল গ্রামে তার ফুফাতো ভাই মফিজ উদ্দীনের বাড়িতে এসেছিলেন। গোপন সূত্রের খবরের প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।