সিরাজগঞ্জের রায়গঞ্জে “বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদচ্ কর্তৃক বাংলাদেশ গণস্বাস্থ্য সেবা সুরক্ষা এ্যাওয়ার্ড-২০২১ ও সম্মাননা সনদপত্র পেলে ৬নং ধানগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ধানগড়া ইউনিয়ন আ:লীগের সাধারণ সম্পাদক মীর ওবায়দুল ইসলাম মাসুম।
মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় গণস্বাস্থ্য সেবা সুরক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
গত ৯ জুন ২০২১ তারিখে বাংলাদেশ জাতীয় যাদুঘর, প্রধান মিলনায়তন,শাহবাগ, ঢাকায় এই এ্যাওয়ার্ড তার হাতে তুলে দেয়া হয়। এক প্রশ্নের উত্তরে ইউপি চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম মাসুম বলেন, শুধু গণস্বাস্থ্য সেবা সুরক্ষা এ্যাওয়ার্ড নয়, ইউনিয়ন বাসীর সার্বিক উন্নয়নে কাজ করার জন্য আমি বঙ্গবীর জেনারেল ওসমানী স্মৃতি পদক-
২০১৬, মহান বিজয় সম্মাননা পদক-২০১৬, সত্যজিৎ রায় সম্মাননা পদক-২০১৬, মানবাধিকার শান্তি পদক-২০১৬ এবং পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার থেকে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ পুরস্কার লাভ করেছি।
আমার এই অর্জন সকল ইউনিয়নবাসীর, আমার একার জন্য নয়। আমি আমার চিন্তা শক্তি ও মেধা শক্তি কে কাজে লাগিয়ে পিছিয়ে পড়া সাধারণ মানুষের ভাগ্য কিভাবে উন্নয়ন করা যায়, সে লক্ষে কাজ করে যাচ্ছি।