২৩ জুন ঐতিহাসিক আঃলীগের গৌরব,ইতিহাস ও সংগ্রামের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী দিবস। আন্দোলন-সংগ্রামের নানা ঘাত-প্রতিঘাত, চড়াই-উৎরাই ও সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে ৭৩ বছরে পা রাখল ক্ষমতাসীন আওয়ামী লীগ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দেশের প্রাচীনতম এই রাজনৈতিক দলটির বয়স ৭২ বছর পূর্ণ হলো। দিবস টি উপলক্ষে নানা কর্মসুচি পালন করে কাজিপুর উপজেলা আঃলীগ।
দলীয় কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পরে উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বেএকটি বর্ণাঢ্য আনন্দ রালি কার্যালয় চত্বর থেকে আলমপুর চৌরাস্তা প্রদক্ষিণ শেষে স্বাধীনতা স্কোয়ারে এসে সমবেত হয়।উক্ত রালিতেঅংশ নেয় উপজেলা আঃলীগ,যুবলীগ,ছাত্র লীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, মহিলাআঃলীগ,মুক্তিযোদ্ধাবৃন্দ,জনপ্রতিনিধিবৃন্দবিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, ইউনিয়ন আঃলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ জনসাধারণ। প্রদক্ষিণ শেষে স্বাধীনতা স্কোয়ারের বংগবন্ধু ও জাতীয় নেতার প্রতিকৃতিতে আঃলীগ ও তার সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধান্জলী অর্পন করেন।
পরে বাংলাদেশ আওয়ামী লীগ কাজিপুর শাখা নিজ কার্যালয়ে সকাল ১১টায় স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে দিবসটির তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ।
আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলু, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা আঃলীগের সহসভাপতি হাবিবুর রহমান, যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, ছাত্র লীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আঃলীগ,ইউনিয়ন আঃলীগ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
সভাপতিত্ব করেন, কাজিপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন। পরিচালনা করেন যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম।