সিরাজগঞ্জের এনায়েতপুরে এম,এ মতিন চক্ষু হাসপাতাল ও একুশে ফোরামের উদ্যোগে- ফ্রি চক্ষু ক্যাম্পে বিনামূল্যে- আগত রোগীদের চিকিৎসা দেয়া হয়েছে।
মঙ্গলবার (২২জুুন)দিনব্যাপী এনায়েতপুুর ইসলামিয়া বিদ্যালয়ে- এই চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন, অত্র স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাদের মিয়া ও মেহের- উন- নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মওলানা আব্দুল আউয়াল। এতে সভাপতিত্ব করেন, একুশে ফোরাম সংগঠনের সভাপতি আখতারুজ্জামান তালুকদার।
অধ্যাপক ডাঃ এমএ মতিন মেমোরিয়াল বিএনসএসবি বেজ চক্ষু হাসপাতালের উদ্যোগ, ইউকেএইড এর অর্থায়ন এবং সেবা সংগঠন একুশে ফোরামের সার্বিক সহযোগীতায়- এ বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে- আউটডোরে-২’শ জনকে চিকিৎসা এবং ৪৫ জন ছানি রুগীকে অপারেশনের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
এ সময় – অধ্যাপক ডাঃ এমএ মতিন মেমোরিয়াল বিএনসএসবি বেজ চক্ষু হাসপাতালের চিকিৎসক ক্যাম্প প্রধান ডাঃ সাজ্জাদ হোসেন, একুশে ফোরামের সাধারণ সম্পাদক ফজলুল হক ডনু, প্রবীন সমাজ-সেবক আব্দুল মতিন মেম্বর, এনায়েতপুর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শওকত আলী, থানা যুবলীগের সভাপতি খোরশেদ আলম সরকার, জয়নাল সরকার, ফ্রি ক্যাম্প অর্গানাইজার আব্দুল আলিম, একুশে ফোরাম উপদেষ্টা স্বপন মির্জা, সংগঠনের সদস্য সাংবাদিক আশরাফুল ইসলাম সওদাগর, শাহিদুল ইসলাম, বাবু মির্জা, উপস্থিত ছিলেন।