গতকাল সোমবার(২১জুন)নওগাঁ জেলার মান্দা থানা এলাকায় নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও সরকারের একটি গোয়েন্দা সংস্থার যৌথ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও ঊর্ধ্বতন কর্মকর্তার স্বাক্ষর জাল করে নিজের সরকারি চাকুরির জন্য ডিও লেটার (সুপারিশপত্র) নিজে প্রস্তুত করে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো প্রতারক চক্রের মূল হোতা প্রতারক মোঃ অসীম হোসেন (২০)থানা-মান্দা, জেলা-নওগাঁ’কে মান্দা থানাধীন কসবা ইউনিয়ন এলাকা হতে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা সংস্থাটি, প্রতারক মোঃ অসীম হোসেন কর্তৃক সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও ঊর্ধ্বতন কর্মকর্তার স্বাক্ষর জাল করে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে ডিও লেটার প্রদানের তথ্য গোপনসূত্রে জানতে পেরে অভিযুক্তকে দীর্ঘদিন যাবত নওগাঁ জেলা পুলিশের সহযোগিতায় নিবিড় পর্যবেক্ষণে রেখে তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়।
আটককৃত প্রতারক মোঃ অসীম হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়ে স্বেচ্ছায় স্বীকারোক্তি প্রদান করে এবং তার দখল হতে প্রতারণার কৌশল সম্পর্কে তথ্য প্রাপ্তির পাশাপাশি প্রতারণার কাজে ব্যবহৃত নানাবিধ নথিপত্র, ২টি মোবাইল সেট এবং ১টি হার্ডডিস্ক, বিভিন্ন দপ্তরে প্রেরণের উদ্দেশ্যে প্রস্তুতকৃত ডিও লেটার (সুপারিশপত্র) কপি ডিবি পুলিশ হেফাজতে নিয়ে জব্দতালিকা প্রস্তুত করা হয়। এছাড়াও ইতোপূর্বে তার বিরুদ্ধে নওগাঁ জেলার মান্দা থানার মামলা নং-২৮/২৯৭(১৮) তারিখ-১৭/০৭/২০১৮ খ্রি. ধারা-৩৪১/৩২৬/৩২৩/ ৩০৭/ ৩৫৪/৩৭৯/৫০৬(২)/১১৪ পেনাল কোড বিজ্ঞ আদালতে বিচারাধীন।
এ সংক্রান্তে আটককৃত প্রতারক মোঃ অসীম হোসেন (২০) এর বিরুদ্ধে নওগাঁ জেলার মান্দা থানার মামলা নং-৩৩ তারিখ-২২/০৬/২০২১ খ্রি. ধারা১৭০/৪১৯/৪২০ তৎসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(৫)(গ) রুজু করা হয়েছে।