রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন

কলাপাড়ায় প্রতিবেশির বাড়িতে হাঁস ঢোকায় কৃষককে পিটিয়ে রক্তাক্ত জখম।

সৈয়দ মোঃ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি / ৬৫৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

পটুয়াখালীর কলাপাড়ায় বাড়ির মধ্যে  হাঁস প্রবেশ করার জেরে হেলাল সরদার (৪০) নামে এক কৃষককে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিবেশিরা ।

সোমবার বিকেলে উপজেলার টিয়াখালী ইউপির পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে।  স্বজনরা রক্তাক্ত অবস্থায় ওই কৃষককে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে করেছে।

হাসপাতালে শয্যায় আহত হেলাল সরদার জানায়, আমার পালিত হাঁস প্রতিবেশি আব্বাসের বাড়িতে গেলে কারন জানতে চান তিনি। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আব্বাস হাওলাদার ও শহীদ খাঁন আমাকে কাঠের রুয়া দিয়ে আমার মাথায় আঘাত করে এবং এলোপাথালী পেটাতে থাকে। আঘাতে আমার মাথা ফেটে গেলে অজ্ঞান হয়ে আমি মাটিতে লুটিয়ে পরি। এ বিষয়ে কলাপাড়া থানায় একটি অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি।

অভিযুক্ত আব্বাসের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা শিকার করে বলেন আমার পরিবার নিয়ে গাল মন্দ করায় আমি হেলালকে মেরেছি।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এখনো পর্যন্ত অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে  তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর