রাজবাড়ীতে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া গৃহহীনদের ঘর প্রদান ।ঘর পেলো (৪৩০) গৃহহীন পরিবার। রোববার সকালে সদর উপজেলার পরিষদ মিলনায়তনে এ জমি ও ঘর হস্তান্তরের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমি। মোঃ সায়েফ এর সঞ্চলনায় এ সময় বক্তব্য রাখেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ডিসি দিলসাদ বেগম, এবং রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান
এছাড়া আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা,রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপস্থিত ছিলেন। উপজেলার গৃহহীনদের ঘর প্রদানের সময় ঘর পাওয়া গৃহহীনরা আনন্দ প্রকাশ এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
জেলা প্রশাসকের কাছে জানাগেছে, মুজিব শতবর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে রাজবাড়ীতে (৪৩০)টি ঘর নির্মিত হয়। এর মধ্যে রাজবাড়ী সদরে (৩০০) টি, গোয়ালন্দে (৩০)টি, পাংশায় (৩০)টি, বালিয়াকান্দিতে (৭০)টি। ঘর নির্মানে ব্যায় ধরা হয়েছে (৮) কোটি (১৭) লক্ষ টাকা। এরআগে প্রথম পর্যায়ে রাজবাড়ীতে (১২) কোটি (৯৯) লক্ষ (৬০) হাজার টাকা ব্যায়ে (৭৬০)টি নির্মানের পর গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে।