সিরাজগঞ্জের চৌহালীতে শিশু হত্যা মামলার আসামী ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিলন পাশা(২৮)কে গ্রেফতার করেছে পিবিআই পুলিশ।গত মঙ্গলবার (১৫ জুন) কুষ্টিয়া লালন শাহ মাজার থেকে ওই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়।
হত্যার শিকার সুর্বনা আক্তার (৮ ) উপজেলার দত্তকান্দি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। অভিযুক্ত ছাত্রলীগ নেতা নিহত ছাত্রীর প্রতিবেশী।
চৌহালী থানা পুলিশ ও মামলা সুত্রে জানা গেছে , প্রসঙ্গ ২০১৭ সালে স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে দত্তকান্দি হাই স্কুল মাঠে যায় সুর্বনা আক্তার (৮)অনুষ্ঠান শেষে বাড়ি ফিরেনী ৷
তার মা মনে করেছিল তার মেয়ে আত্মীয় স্বজনের বাড়িতে আছে তাই খোঁজাখুঁজি করে নাই ৷ পরে দিন সকালে তার এক আত্মীয় খবর দেয় সুবণা আক্তার মারা গেছে তার লাশ পরে আছে মধ্যে শিমুলিয়া চরে৷পরে সেই বছর চৌহালী থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করে সুবণার বাবা ৷
এ বিষয়ে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান,সুর্বনা আক্তার হত্যার বিষয়ে আমি তেমন কিছু বলতে পারবো না ৷ মামলাটি যখন হয়েছে ছিল তখন এ থানার ওসি ছিলাম না ৷
গত সপ্তাহে সুবর্ণা আক্তার হত্যার ঘটনায় উমারপুর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিলন পাশাকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করে পিবিআই পুলিশ ৷
এ ব্যাপারে চৌহালী উপজেলা ছাত্রলীগের সভাপতি রহিম রেজা ও সাধারণ সম্পাদক মাইন উদ্দিন মোল্লা প্রতিবেদক বলেন হত্যার ঘটনায় উমারপুর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিলন পাশা গ্রেফতার হয়েছে ৷
গ্রেফতারের বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদককে অবগত করা হবে ৷আপাতত
কাউকে ঐ ইউনিয়নে দায়িত্ব দেওয়া হয় নাই ৷