মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে এক ছিনকারীকে আটক করেছে ডিবি পুলিশ।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি / ৬১০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১

সিরাজগঞ্জে মোটরসাইকেল সহ সাব্বির হোসেন(২০) নামের এক ছিনতাইকারীকে আটক করেছ সিরাজগঞ্জ ডিবি পুলিশ। আটককৃত ছিনতাইকারী সাব্বির উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাজাহানপুর গ্রামের আওয়ামীলীগ নেতা সারোয়ার হোসেনের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ ডিবি পুলিশের একটি অভিযানিক দল সিরাজগঞ্জ পৌর শহর মালশাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে চিনতাই করা মোটরসাইকেলসহ ছিনতাইকারী সাব্বির হোসেনকে আটক করা হয়।

এসময় তার ছিনতাই করা পালসার মোটরসাইকেল বগুড়া-ল-২৮১৬ নাম্বার প্লেট লাগানো অবস্থায় গাড়ীসহ তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায় সিরাজগঞ্জ পুলিশ সুপার মহাদ্বয়ের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা ডিবি পুলিশের উপ-পরিদর্শক আরিফুল ইসলামের নেতৃত্বে (১৫ জুন) অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে।
এ বিষয়ে আটককৃত ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক উদ্ধার হওয়া আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর