সিরাজগন্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার অবহেলিত চক চৌবিলা গ্রামে মান উন্নয়নে কাজ করে যাওয়া সেচ্ছাসেবী সংগঠন চক চৌবিলা ইয়াং জেনারেশন ক্লাব চতুর্থ বর্ষে পদার্পন।
চক চৌবিলা ইয়াং জেনারেশন ক্লাবের চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে চক চৌবিলা বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ইয়াং জেনারেশন ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম জাকির ও সহ সভাপতি মোঃ ইউনুস আলী ।চক চৌবিলা গ্রামের ২০১৮ সালের ১৭ই জুন এক ঝাক তরুন প্রজন্মেকে নিয়ে প্রতিষ্ঠানিক যাত্রা শুরু করে ক্লাবটি।
গ্রামের অবহেলিত রাস্তা ঘাট সেচ্ছা শ্রমে নির্মাণ সহ দুস্থ অসহায়দের চিকিৎসা সেবা প্রদান, গরিব ছাত্র ছাত্রীদের সহায়তা প্রদান ও অসহায় বয়স্ক ব্যক্তিদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা সহ যুবসমাজকে মাদক মুক্ত রাখতে খেলাখুলার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন করে আসছে ক্লাবটি ।
ইয়াং জেনারেশন ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম জাকির বলেন, আমারা অবহেলিত চৌবিলা গ্রামবাসীদের জন্য সেচ্ছাশ্রমে রাস্তাঘাট নির্মানসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে থাকি।ক্লাবের সর্বোচ্চ দায়িত্ব পালন করে থাকে এই ক্লাবেরই সহ সভাপতি ইউনুস আলী ।
এ ছাড়াও প্রত্যকটি সদস্য যথেষ্ট দায়িত্বশীল নিষ্ঠাবান । আমরা যুবসমাজ ঐক্যবদ্ধভাবে মাদক নির্মূল করে শিশু কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করে সুন্দর একটি আগামী প্রজন্ম উপহার দিতে চাই।
আমারা ইয়াং জেনারেশন ক্লাবের মাধ্যমে এলাকার মান উন্নয়নে কাজ করে যাচ্ছি এবং আগামীতেও আমারা আরো ভালভালে মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি এজন্য এলাকাবাসী সকলের সহযোগিতা কামনা করি।
ক্লাবের ক্রিড়া সম্পাদক আলাউদ্দিন মন্টু বলেন, করোনাকালীন লকডাউনে আমরা ক্লাবের মাধ্যমে নিম্ন আয়ের মানুষদের কে সহায়তা প্রদান করেছি এবং সেচ্ছাশ্রমে গ্রামের রাস্তা সংস্কারের কাজ করেছি। আমারা সামনে এ ধরনের উন্নয়ন মূলক কাজ আরও হাতে নিয়েছি। ভবিষ্যতে আমারা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে থেকে সুন্দর মাদক মুক্ত আগামী প্রজন্ম নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই।
ক্লাবটির প্রচার ও প্রকাশনা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চকচৌবিলা গ্রামের সন্তান কালেরকন্ঠের সাংবাদিক আতিফ আতাউর তোতা বলেন চকচৌবিলা গ্রামে ইয়াং জেনারেশন ক্লাবটির মাধ্যমে বিভিন্ন ধরনের উন্নয়ন সেবামূলক কাজ করা হয়।
ভবিষ্যতে এ ধারা অব্যাহত রেখে প্রতিষ্ঠানটি এগিয়ে নিতে আগামীতেও যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান ও জানান তিনি।