সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান পরিচালনা করে গরু চুরি চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
উপজেলার পৌরশহরের এনায়েতপুর গ্রামের মোতাহার হোসেন উল্লাপাড়া মডেল থানায় গত ১০ জুন ৪৫/৩৮০ ধারায় সন্দেহভাজন অজ্ঞাত নামাদের বিবাদী করে একটি চুরির মামলা দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার পৌরশহরের ঘোষগাঁতী গ্রামে একটি মেসে ও এনায়েতপুর গ্রামে অভিযান পরিচালনা করে চুরি চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেন। তাদের দেয়া তথ্য মতে গরু চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দসহ গাড়ীর ড্রাইভার লিটন হোসেনকে আটক করা হয়। পরে ঢাকার গাবতলীতপ অভিযান পরিচালনা করে চুরি চক্রের আরো ২ সদস্যকে আটকসহ দুইটি গরু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উল্লাপাড়া উপজেলার পৌরশহরের ভট্রকাওয়াক গ্রামের মৃত আব্দুর রাজ্জাক শেখের ছেলে দয়াল (৪৫), সড়াতৈল গ্রামের মন্টুর ছেলে মোজাহার (৩৪), শাহজাদপুর উপজেলার দাড়িয়াপুর নতুনপাড়া গ্রামের মুত আমজাদ হোসেনের ছেলে হাজী জিল্লুর রহমান কসাই ( ৫৩),কায়েমপুর গ্রামের জামাল হোসেনের ছেলে লিটন হোসেন (২৩), জগন্নাতপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে খলিল (৩৫), বেলকুচি উপজেলার চর গোপালপুর গ্রামের মৃত আব্দুস সোবহান আকন্দের ছেলে আমিনুল ইসলাম (৫৫), চরমেটুয়ানি গ্রামের হোসেন মন্ডলের ছেলে বাবু মন্ডল (২৫), এনায়েতপুর থানার রুপনাই গ্রামের মোতাহার হোসেন সরকারের ছেলে ঝন্টু (৫০), নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার রুপগঞ্জ নয়াপাড়া গ্রামের হাজিবুর রাহমানের ছেলে নাজমুল হোসেন (৩৫), নাটোর থানার তেবাড়িয়াহাট গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে বাবলু মিয়া (৩৮)
এ বিষয়ে নিশ্চিত উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস (পিপিএম) জানান,গরু চুরি হওয়ার পর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চুরি চক্রের সকল সদস্যকে আটক করে আইনি প্রক্রিয়া শেষ করে বুধবার(১৬ জুন) সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।