সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাঁশঝাড়ের নিচে ফুটবল খেলার সময় গলায় ভিতর বাঁশের আগা ডুকে শুভ(১০) নামের এক স্কুল ছাত্রর মর্মান্তিক মৃত্যু হয়েছে ।এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মণিরপুর গ্রামে। নিহত শুভ ওই গ্রামের আমজাত ছুতারের নাতি ও ওমর আলী(বাবু)’রছেলে।
জানা যায় বাবুর বাড়ির পাশে বন্যাকান্দির হাট সংলগ্ন পাঁকা সড়কের সাথে বাঁশের বাগানটি কিছুদিন আগে বালি ফেলে সমতল করা হয়।বুধবার সকাল ১১ টার সময় নিহত শুভো ৩/৪ জন সমবয়সী বন্ধুদের নিয়ে ওই বাঁশ বাগানে ফুটবল খেলা শুরু করে।এ সময় ফুটবলকে লক্ষ করে দৌড়াতে গিয়ে নিজের অজান্তে বাঁশের আগা শুভোর গলায় বিদ্ধ হয়ে।
এ সময় খেলার সাথীদের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে পাঠায়।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনা নিশ্চিত করে পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান বুধবার(১৬ জুন)সকালে মণিরপুর গ্রামের ওমর আলী(বাবুর)ছেলে সমবয়সী বন্ধদের সাথে বাঁশঝাড়ে ফুটবল খেলার সময় বাঁশে আঘাতে তার মৃত্যু হয়।তার মৃত্যে পরিবার শোকের ছায়া নেমে এছেছে।