শিরোনাম
বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফ’র হাতে দুই বাংলাদেশী যুবকক আটক। গার্ডকে মারতে এসে আইনজীবীকে নির্মমভাবে হত্যা, ৫ জন গ্রেফতার। বৃষ্টিতে ‘বিদ্যুৎবিভ্রাট’রাণীশংকৈলে মোমবাতির আলোতে এসএসসি পরীক্ষা। ডিমলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দুর্নীতির অভিযোগে বদলি। মাধবপুরে এসএসসি সমমান পরীক্ষার প্রথম দিনে ৩৫ জন অনুপস্থিত। কালিয়াকৈরে আগুনে পুড়ে গেল ৩ টি ঝুটের গোডাউন। গাঁজায় ইসরাইলি হামলার প্রতিবাদে তাহিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রায়পুরায় ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। ইনডাকশান প্রশিক্ষণ ডিজি এ্যাওয়ার্ড পেলেন নাজমুল হক। পরিবেশ দুষণরোধে পলিথিনের ব্যবহার বর্জন ও প্লাষ্টিকের পুন:ব্যবহার জনসচেতনতামূলক ক্যাম্পেইন।
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন

শিল্লকলা একাডমির শিল্পকলা পদক পেলেন উল্লাপাড়ার মলয় ভৌমিক।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ৭২০ বার পড়া হয়েছে
প্রকাশের তারিখ ও সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

সিরাজগঞ্জ উল্লাপাড়ার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা, কলামিষ্ট ও নাট্যব্যক্তিত্ব অধ্যাপক মলয় ভৌমিক বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘শিল্পকলা পদক-২০২০’ পাওয়ায় উল্লাপাড়ার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাট্য সংগঠন ও সুধী ব্যক্তিরা তাকে অভিনন্দন জানিয়েছে।

উল্লাপাড়ার কানসোনা গ্রামের প্রয়াত অধ্যক্ষ শিবেন ভৌমিকের মেজ ছেলে মলয় ভৌমিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। শিল্পকলা একাডেমি নাটকে বিশেষ অবদান রাখায় তাকে এই পদক প্রদান করেছে।

এর আগে ২০১৭ সালে তিনি নাটকে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারে ভূষিত হন। মলয় ভৌমিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা কালে ১৯৭৯ সালে ‘অনুশীলন নাট্যদল’ নামে একটি নাট্যসংগঠন প্রতিষ্ঠা করেন এবং এখন পর্যন্ত তিনি এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

তিনি এর আগে বাংলাদেশ মুক্ত নাট্যদল কেন্দ্রীয় কমিটিরও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের সাহিত্য ও নাট্যাঙ্গনে তার অসামান্য অবদান রয়েছে। যেসব সংগঠন ও ব্যক্তি মলয় ভৌমিককে অভিনন্দন জানিয়েছেন তাদের মধ্যে রয়েছে উল্লাপাড়া প্রেসক্লাব, উপজেলা শিল্পকলা একাডেমী, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী উল্লাপাড়া শাখা, এসো গান শিখি, রিমঝিম কচিকাঁচার মেলা, সুর তরঙ্গ, উল্লাপাড়া থিয়েটার, স্পন্দন মিউজিক, কানসোনা মুক্ত নাটক দল এবং সরকারি আকবর আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আশহাবুল হক, সহকারী অধ্যাপক শামীম হাসান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, সাহিত্যিক সেলিম রেজা, নজরুল ইসলাম, উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মীর আব্দুল হান্নান, এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান, পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ প্রমুখ।

উল্লিখিত সংগঠনসমুহের সভাপতি ও সম্পাদক পৃথক পৃথকভাবে মলয় ভৌমিককে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর