শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:২০ অপরাহ্ন

কাজিপুরে মোহাম্মদ নাসিম স্মরণে দি ফেন্ডস্ এসোসিয়েশনের খাদ্য সামগ্রী বিতরণ।

মোঃ কোরবান আলী,কাজিপুর থেকেঃ / ৬৫৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

কাজিপুরের চালিতাডাংডা দি ফেন্ডস্ এসোসিয়েশনের উদ্যোগে সাবেক স্বাস্থ্য ও স্বরাষ্ট্র  মন্ত্রী  জননেতা আলহাজ্ব মরহুম মোহাম্মদ নাসিমের আত্মার  মাগফিরাত কামনায় দোয়া ও তার স্মরণে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী  বিতরণ  অনুষ্ঠিত  হয়েছে।

১৪ শে জুন সোমবার সকালে অএ সংগঠনের চত্বরে অনুষ্ঠিত  স্মরণ সভা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,দি ফেন্ডস্ এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও সিরাজগঞ্জ -১ কাজিপুর সংসদ  সদস্য নাসিম পুএ প্রকৌশলী তানভীর শাকিল জয়।

সভাপতিত্ব করেন   অন্যতম উপদেষ্টা সদস্য রোকনুজ্জামান মিল্টন। আরো বক্তব্য রাখেন উপদেষ্টা সদস্য  সরকারি আজিজুল হক কলেজের সহযোগী অধ্যাপক সোলাইমান হোসেন,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন চালিতাংডা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ  আলহাজ্ব খোসলেহাজ উদ্দিন, সংগঠনের সাবেক সভাপতি সাজেদুল করিম স্বপন,  সহ- সভাপতি ও শিক্ষক মোঃ কামাল পাশা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব হোসেন,উপদেষ্টা সদস্য আব্দুর রাজ্জাক মেম্বর,শফিকুল ইসলাম,   উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, ছাত্র লীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, কাজিপুর সদর ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার,  সংগঠনের কোষাধ্যক্ষ মেহেদী হাসান,  সদস্য তুরাব আলী এবং সাধারণ সদস্য বৃন্দ।  প্রধান অতিথি বলেন,দি ফ্রেন্ডস্ এসোসিয়েশন একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে উক্ত প্রতিষ্ঠানটি গরিব, দুঃখী,অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের সাধ্যমত সহযোগিতা করে আসছে।

ভবিষ্যতে এ সহযোগিতার ধারা অব্যহত থাকবে।আমি ও আপনাদের পাশে আছি।তিনি আরওবলেন,  মোহাম্মদ নাসিম এলাকায় উন্নয়নে নিজেকে বিলিয়ে দিয়ে ছিলেন, কাজিপুরকে নদীর হাত থেকে রক্ষা করতে চেষ্টা করে গেছেন।

আজ যদি বেঁচে থাকতেন তাহলে কাজিপুকে উন্নয়নের মডেল হিসেবে তৈরী করতেন। এ সময় এলাকায় বিভিন্ন গ্রামের১২০ টি অসহায় পরিবারের মাঝে মোহাম্মদ নাসিম স্মরণে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু,পেয়াজ ও লবন বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রচার সম্পাদক সেলিম রেজা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর