রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন

কুয়াকাটার সমুদ্র সৈকতের গঙ্গামতিতে বজ্রপাতে এক জেলের মৃত্যু।

সৈয়দ মোঃ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি / ৬৯৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

কুয়াকাটা সৈকতের গঙ্গামতি পয়েন্টে বাগদা চিংড়ি রেনু আহরণ করতে গিয়ে আলমগীর বিশ্বাস (৪৯) নামের এক জেলের বজ্রপাতে মৃত্যু হয়েছে। মঙ্গলবার ফজরের পর  এ ঘটনা ঘটে।

আলমগীর বজ্রপাতে ঘটনাস্থলেই মারা গেলে স্থানীয়রা আলমগীরকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। তার বাড়ী লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া গ্রামে এবং তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রেখে এ দূর্ঘটনার  শিকার হন।

 স্থানীয় সূত্র ও  নিহতের ছেলে আব্দুর রহিম এ প্রতিবেদককে বলেন, প্রতিদিনের মত বাবা ফজরের নামাজ পড়ে নেট জাল নিয়ে পোনা মাছ ধরতে গিয়েছিল কিছুক্ষণ পর খবর এলে আমরা সবাই দৌড়ে গিয়ে দেখি বাবা আর নেই।

এবিষয় লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা গনমাধ্যমকে বলেন, মম্বিপাড়া গ্রামের মৃত আপ্তার আলী বিশ্বাসের ছেলে  মঙ্গলবার ভোর রাতে বজ্রপাতে মারা গেছে। দুপুরের দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর