সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করেছে। ১৪ জুন (সোমবার) বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, সিরাজগঞ্জ মহোদয়ের সার্বিক নির্দেশনায় কাজিপুর উপজেলার নির্বাহি অফিসার মহোদয় এর সহযোগিতায় সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান কর্তৃক কাজিপুর এ আলমপুর চৌরাস্তা বাজার ও ঢেকুরিয়া বাজারে মেয়াদ উত্তীর্ণ দই, পানি রাখার জন্য একটি রেস্টুরেন্টে ১০ হাযার টাকা সহ ফার্মেসিতে পিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদ উত্তীর্ণ মেডিসিন ও ঢেকুরিয়াতে নোংরা পরিবেশে কাপড়ের রঙ দিয়ে চানাচুর জাতিয় পন্য তৈরি করা ছাড়াও পাউরুটি কেক এ বানানো হচ্ছে।
এখানে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়, এবং ভোক্তা অধিকার লংঘন জনিত কারনে ৫ টি প্রতিষ্ঠান কে ৪৩, ৪৫ এবং ৫১ ধারায় ৩৮ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।উপজেলার বাজার এলাকায় বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে দোকান/ প্রতিষ্ঠানে পণ্যের মূল্য পরিবীক্ষন করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ভোক্তা ও ব্যবসায়ীবৃন্দের করণীয় বিষয়ক প্রচারপত্র বিতরণ করা হয়। ‘মাস্ক পরিধান করুন-সুস্থ থাকুনথ স্লোগানকে সামনে রেখে ব্যবসায়ী ও ভোক্তাসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হয় এবং সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় করার অনুরোধ জানানো হয়।
উক্ত তদারকিতে সহযোগিতা করেন জেলা বাজার কর্মকর্তা, ক্যাব সদস্য ও পুলিশ লাইনের একটি চৌকস টিম।