রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন

জমির ন্যায্য মুল্যের দাবীতে কালীগঞ্জে কৃষকদের মানববন্ধন।

মোঃ ফারুক হোসেন,লালমনিরহাট প্রতিনিধি। / ৭১৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১

ইনস্টিটিউট অব লাইভষ্টক সায়েন্স এন্ড টেকনোলজিথ স্থাপনের জন্য অধিগ্রহনকুত ভুমির মালিকরা ন্যায্য মূল্যের দাবীতে মানব বন্ধন করেছে।

রবিবার,(১৩ জুন)দূপুরে লালমনিরহাট-বুড়িমারী মহা সড়কের পাশে কালীগঞ্জ উপজেলার হর বাণীনগর মৌজার অধিগ্রহন করা ভূমিতে ক্ষতিগ্রস্থ ১১টি কৃষক পরিবার মানববন্ধন করেছে। তাদের দাবী, প্রায় ৫ একর ভুমি গত ২০২০ সালে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক ‘ ইনস্টিটিউট অব লাইভষ্টক এন্ড টেকনোলজিথ স্থাপনের জন্য সরকার ভুমি মালিকদেরকে জেলা প্রশাসকের মাধ্যমে নোটিশ দেয়া হয়।

অধিগ্রহনকৃত ভুমির প্রচলিত বাজার মূল্যের ৩ গুন মূল্য দেয়ার কথা থাকলেও তাথ মানা হয়নি বলে কৃষকদের দাবী। কিন্তু,গত ০১-০২-২০২১ তারিখের ভুমি মালিকদের দেয়া নোটিশে দেখা যায়, অধিগ্রহনকৃত ৪ একর ৯৫ শতাঃশ ভুমির মধ্যে ৩ একর ৭৩ শতাংশ ভুমির মূল্য বর্তমান বাজারমূল্য তোয়াক্কা না করে মনগড়া একটি মূল্য নির্ধারন করে নোটিশ দিয়েছে কৃষকদেরকে।

লালমনিরহাট জেলা রেজিস্ট্রার কর্তৃক ২০১৭-২০১৮সালের শতক প্রতি মূল্য নির্ধারিত তালিকা মোতাবেক ভূমির মূল্য নির্ধারণ করা হয়েছে। যাহা বর্তমান বাজার মূল্য থেকে অনেক কম। ফলে, তারা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্হের শিকার হবে।

এ ব্যাপারে ভুক্তভোগী কৃষকরা গত ১০-০৬-২০২১ তারিখে লালমনিরহাট জেলা প্রশাসক বরাবরে তাদের দাবীসমুহ উল্লেখ করে লিখিত ক্ষতিপূরন দাবী জানিয়েছেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোঃ আবুজাফর সাংবাদিদের জানান, ‘ভুমি অধিগ্রহন যথানিয়মে করা হয়েছে। মূল নির্ধারণী তালিকা মোতাবেক ভুমির মূল্য ধার্য করা হয়েছে এবং অনেকে তাদের ভুমির টাকা নেয়ার জন্য আবেদন জমা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর