“কলাপাড়ার লালুয়ায় গ্রাম পুলিশ বশার গাজীর দাপটে অতিষ্ট এলাকাবাসী শিরোনামে ৪ জুন ২০২১খ্রিঃ আঞ্চলিক পত্রিকা দৈনিক বরিশাল বানী, বরিশাল বানী অনলাইান নিউজ পোর্টাল ও বিভিন্ন অনলাইান নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদটি
আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃত পক্ষে গত ২৭ মে ৪৭/৫ নং পোল্ডারের স্লুইজগেট খুলে লবন পানি উঠিয়ে স্বপন গাজী ও তার দলবলসহ বেন্তিজাল পেতে মাছ ধরলে এ ব্যাপারে আমি গ্রাম পুলিশ হিসেবে লালুয়া ইউনিয়নের চেয়ারম্যান ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করি। এতে ক্ষিপ্ত হয়ে গত ৩০ মে সন্ধ্যা ৭ টায় মাগরিবের নামাজ শেষে মুক্তিযোদ্ধা বাজারে যাবার পথে ৪৭/৫ নং পোল্ডারের স্লুইজগেটের রাস্তার উপরে পেয়ে স্বপন গাজীসহ ১০/১২ জনের একদল সন্ত্রাসীরা আমাকে খুন জখমের ও বিভিন্ন মিথ্যা মামলায় জেল হাজত খাটানোর হুমকি দেয়। তখন আশপাশ থেকে লোকজন এগিয়ে এসে আমাকে রক্ষা করে। এ ব্যাপারে আমি কলাপাড়া থানায় সাধারণ ডায়রী করি যার নাম্বার ৩৮১।
উপরোক্ত ঘটনা ধামাচাপা দেয়া ও প্রতিশোধ গ্রহনের জন্য স্বপন গাজী মিথ্যা ৫(পাঁচ) লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে গত ১ জুন কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমি বশার গাজীসহ ১৩ জনের নাম উল্লেখ করে একটি মিথ্যা মামলা দায়ের করে।
স্বপন গাজীর দায়েরকৃত মামলা ও বিভিন্ন মহলে দেয়া অভিযোগের ঘটনা সম্পুর্ন মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রনোদিত ও এলাকায় আমার মান সম্মান ক্ষুন্ন করার উদ্দেশ্যে সাংবাদিকদের মিথ্যা তথ্য সরবরাহ করে সংবাদটি প্রকাশ করিয়াছেন।
আমি বশার গাজী “কলাপাড়ার লালুয়ায় গ্রাম পুলিশ বশার গাজীর দাপটে অতিষ্ট এলাকাবাসীচ্ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।
মো. আবুল বশার গাজী
পিতা মো. মোস্তফা গাজী
গ্রাম পুলিশ, ৮ নং ওয়ার্ড লালুয়া ইউনিয়ন
কলাপাড়া, পটুয়াখালী।