সিরাজগঞ্জে নেসকোর নতুন স্মার্ট প্রিপেইট মিটার লাগানোর পর থেকে বিদ্যুৎ গ্রাহকদের নানা অভিযোগের প্রেক্ষিতে এক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (১২জুন) সিরাজগঞ্জ শহরের হৈমবালা উচ্চ বালিকা বিদ্যালয়ে উক্ত গনশুনানী সভায় বিভিন্ন শ্রেণী পেশার বিদ্যুৎ গ্রাহকদের উপস্থিত থেকে তাদের সমস্যার কথা তুলে ধরেন।
গনশুনানীতে সভাপতিত্ব করেন বিদ্যুৎ গ্রাহকদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম। সভা পরিচালনা করেন, বিদ্যুৎ গ্রাহকদের পক্ষে নব কুমার কর্মকার ।
আলোচনা করেন, উপজেলা পরিষদের ভ্যাইস চেয়াম্যান এস, এম, নাছিম রেজা নূর দিপু, এস এম. আসাদুজ্জামান সোহেল. অ্যাডভোকেট মাহবুব -ই- খোদা টুটুল, আবু এহিয়া খান সহ বিভিন্ন গ্রাহক বৃন্দ।
সভা শেষে ১৩ সদস্য বিশিষ্ট এক বিদ্যুৎ গ্রাহকদের বিদ্যুৎ গ্রাহক সমিতি. সিরাজগঞ্জ গঠন করা হয়।আগামী ২০জুন এই সমস্যা সমাধানের লক্ষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষনা করা হয়।