শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন

নিজের জমিতে চায়ের আবাদ করে-এক পরিবারের ৩ জনের কর্মসংস্থানের সৃষ্টি।

মোঃ ফারুক হোসেন,লালমনিরহাট প্রতিনিধি। / ৭১০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১

বাংলাদেশে বর্তমানে চা একটি প্রধান অর্থকারী ফসল। আর তাই লালমনিরহাটের কৃষক ও পিছিয়ে নেই চা আবাদ করা থেকে। বর্তমানে লালমনিরহাটে প্রায় ১২০ একর জমিতে চা আবাদ হয়েছে বলে জানা যায়।

এদিকে হাতিবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের একজন স্থায়ী বাসিন্দা জনাব আবু বক্কর। তিনি ২০১৮ সালে প্রায় এক একর জমিতে চা আবাদ করেছেন, যা বর্তমানে প্রতি ১৫ দিন অন্তর অন্তর ৮০০০ টাকার সবুজ চা পাতা বিক্রি করছেন তিনি। বাংলাদেশ চা বোর্ড হাতিবান্ধা শাখার উদ্দোগে তিনি চা আবাদ করেন তার নিজস্ব জমিতে। যা বর্তমানে তার সংসারে একটি প্রধান আয়ের মূল উৎস হয়ে দাড়িয়েছে। চা বোর্ড হাতিবান্ধা শাখার প্রধান ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফ খাঁন বলেন আগামী দুই মাসের মধ্যে তার মাসিক আয় প্রায় দ্বিগুণ হয়ে যাবে ।

তার চা আবাদিতে তিনি, তার স্ত্রী ও এক ছেলে সন্তান কাজ করে বর্তমানে জিবিকা নির্বাহ করে থাকে। জনাব আবু বক্কর (চা চাষী) আরও কিছু অংশ জমিতে চা আবাদ করার ইচ্ছা পোষণ করছেন। নতুন করে চা আবাদের জন্য তিনি জমি রেডি করেছেন বলে জানা যায়।

চা বোর্ড হাতিবান্ধা শাখা জানান আগামী সপ্তাহের মধ্যেই তার জমিতে চা চারা রোপণ করা হবে। আবু বক্কর (চা চাষী)র সাথে যোগাযোগ করে চা চারা সংগ্রহ করতে পারবেন লালমনিরহাটের কৃষকগণ। আবার সরাসরি বাংলাদেশ চা বোর্ড হাতিবান্ধা শাখার সাথেও যোগাযোগ করেও এ চা চারা সংগ্রহ করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর