লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ৮নং কাকিনা ইউনিয়ন এ ৪ ও ৫ নং ওয়ার্ডের মধ্যবর্তী সিমানা দিয়ে বয়ে যাওয়া কাকিনা চাপারতল থেকে পাঁচমাথা বাজার হয়ে সুকানদিঘী যাতায়াতের এ রাস্তাটি যদিও পাকা হয়েছে, কিন্তু পাঁচমাথা বাজারের ঠিক মধ্যবর্তী থেকে পূর্ব দিকে আনুমানিক ৩ থেকে ৪শ মিটার রাস্তাটি কাচা রয়ে যায়।
একটু বৃষ্টি হলেই এ রাস্তাটিতে হাটু পানি অবদি জলাবদ্ধতা সৃষ্টি হয় যা উক্ত বাজারের মানুষের জন্য একটি দুর্ভোগের মহা কারণ।
এ রাস্তা দিয়ে বাজারের মানুষজন নামুড়ী বাজার হয়ে জেলা সদর লালমনিরহাট যাতায়াত করে থাকেন। যাতায়াতে সৃষ্টি জলাবদ্ধতার কারণে মানুষকে পরতে হয় নানান ধরনের বিপদ সিমায়।
দীর্ঘ দিন ধরে রাস্তাটি অবহেলিত হয়ে পরে রয়েছে যা পরেনি কোন উর্ধতন কর্মকর্তার চোখে। একটু বৃষ্টি হলেই এলাকার মানুষ মনের ক্ষোভে ঐ রাস্তায় ধানের চারা লাগানো শুরু করে।
পূর্বে এ রাস্তাটি নিয়ে বিভিন্ন সোস্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের পোস্ট বা নিউজ প্রকাশ হলেও হয়নি রাস্তাটির উন্নয়নমূলক কোন কাজ।
এলাকাবাসীর দাবী উক্ত রাস্তাটি সংস্কার হলে হয়তো তাদের দুর্ভোগের দিন শেষ হতো। এলাকার সকলেই মিলে এল জি ই ডি কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন, যেন উক্ত রাস্তাটির অসমাপ্ত কাচা অংশটুকু পাকা করে এলাকার জনদুর্ভোগ থেকে মুক্তি দেন।