সিরাজগঞ্জের কামারখন্দে বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর লাইভস্টক রিস্ক মিটিগেশন প্রোগ্রামের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জুন) এনডিপির বাগবাড়ী শাখায় সংস্থার পরিচালক (সিএসপি) মোসলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ অফিসার কৃষিবিদ ডাঃ মোঃ আখতারুজ্জামান ভুঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার কৃষিবিদ ডাঃ মোঃ হারুন অর রশিদ, কামারখন্দ উপজেলার ভেটেরিনারি সার্জন কৃষিবিদ ডাঃ ফরহাদ হোসেন চৌধুরী।
সভায় সভাপতির স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভায় লাইভস্টক রিস্ক মিটিগেশন প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করেন সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ ডাঃ মোঃ সাজ্জাদ হোসেন। এসময় প্রধান অতিথি এনডিপির চলমান প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন এবং পূর্বের ন্যায় প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রাণিসম্পদ অফিসের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
অবহিতকরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সহকারি পরিচালক মোঃ সাইফুল ইসলাম, জোনাল ম্যানেজার আমিনুল ইসলাম এবং প্রকল্পের সাথে সম্পকিত উপকারভোগী ও প্রকল্পের অন্যান্য সহকর্মীবৃন্দ।
উল্লেখ্য এসডিসি অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর বাস্তবায়নে পরিচালিত লাইভস্টক রিস্ক মিটিগেশন প্রোগ্রামে সিরাজগঞ্জ, নাটোর ও পাবনার জেলার ১১টি উপজেলায় এনডিপির ২৯টি শাখায় এই প্রকল্পের মাধ্যমে খামারীদের উত্তম পদ্ধতিতে প্রাণি লালন-পালনের উপর প্রশিক্ষণ প্রদান, গবাদি প্রাণির ভ্যাক্সিনেশন ক্যাম্প আয়োজন, গবাদি প্রাণির অসুস্থতা ও মৃত্যুর হার সম্পর্কিত ডাটাবেজ তৈরী, গবাদি প্রাণি লালন-পালনে লাভক্ষতি নির্ণয়ে সচেতনতা বৃদ্ধি ও দক্ষতা আনয়ন, খামারীদের বিভিন্ন আর্থিক সেবা প্রদান ও আর্থিক ঝুঁকি হ্রাসে খামারীদের ক্রয় সক্ষম সুরক্ষা সেবা প্রণয়ন সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম বাস্তবায়ন হবে।