মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মোঃ মেহেদী হাসান উজ্জ্বল ফুলবাড়ি(দিনাজপুর)প্রতিনিধি / ৭১৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ জুন, ২০২১

দিনাজপুরের ফুলবাড়ীতে ইয়াবা ও হেরোইনসহ এসএম সাইন হিরা (৪৫) ও রায়হান হাকিম (৪৩) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

মঙ্গলবার রাতে পুলিশের পৃথক অভিযানে তাদের দুজনকে আটক করা হয়।আটক এসএম সাইন হিরা, ফুলবাড়ী পৌর শহরের পশ্চিম গৌরীপাড়া গ্রামের মাহবুব আলীর ছেলে ও রায়হান হাকিম, হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের মৃত আব্দুল হাকিম মন্ডলের ছেলে।

এই ঘটনায় বুধবার(৯ জুন) ফুলবাড়ী থানার এসআই আরিফুজ্জামান বাদি হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহমুদুল হাছান ঘটনা নিশ্চিত করে বলেন, পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে পৌর শহরের পশ্চিম গৌরীপাড়া নিমতলা মোড় এলাকায় এসএম সাইন হিরার বাড়ী তল্লাশী করে ২৩পিস ইয়াবা ট্যাবলেট ও দুই দশমিক ৫ গ্রাম হিরোইন উদ্ধার করে এসএম সাইন হিরাকে আটক করা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক এসএম হিরার দেয়া তথ্য অনুযায়ী ওই মাদকের সরবরাহকারী হায়হানকে তার বাড়ী থেকে আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর