২০২০-২০২১ অর্থ বছরে সিরাজগঞ্জ জেলায় কর্মরত ইউপি সচিব ও হিসাব রক্ষক কাম কম্পিউটার অপারেটরগণদের অভ্যান্তরীন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার ( ৮ জুন) জেলা প্রশাসনের আয়োজনে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সকাল ৯টা হতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক ( উপ-সচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন, সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সহায়ক এল,জি, এস ,পি-৩ মোঃ আখতারুজ্জামান,সহকারী পরিচালক স্থানীয় সরকার সিরাজগঞ্জ মোঃ ফয়সাল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, সহকারী পরিচালক স্থানীয় সরকার মোঃ মঈন উদ্দিন। উক্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ১০৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন – আর্থিক বিধি বিধান বিষয় গুলো আছে সেইদিকে আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে। এবং আর্থিক বিষয়ে নিজেকে সচ্ছ থাকতে হবে।
প্রতিটি অফিস আদালতে সাধারন মানুষদেরকে সেবা প্রদান করতে হবে। কাউকে কোন প্রকার হয়রানি করা যাবেনা এবং অফিস কে ও নিজেকে দুর্নীতি মুক্ত রাখতে হবে। এই দিনব্যাপী কর্মশালায় সকলকে মনোযোগ দিয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।