ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে সুফলভোগী ২৫ জন জেলেকে প্রশিক্ষণ শেষে উপকরণ ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে।
শনিবার (৫ জুন) দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি মৎসচাষ (রাজস্ব) এর প্রশিক্ষণ কেন্দ্র সিরাজগঞ্জ সদর উপজেলার সুফলভোগী ১৫ জন এবং বেলকুচি উপজেলার ১০ জন মৎস্যজীবিদের মাঝে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তর, রাজশাহী বিভাগের বিভাগীয় উপ-পরিচালক মোঃ তোফাজউদ্দিন আহমেদ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ জিয়া হায়দার চৌধুরী , সিরাজগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মোজাম্মেল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমরুল হোসেন তালুকদার, রায়গঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল আলম, প্রকল্পের উপপ্রকল্প পরিচালক জনাব মোঃ মাহবুবুর রহমান ।
সিরাজগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, রায়গঞ্জ, সিরাজগঞ্জের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা, নিমগাছি মৎস্য চাষ প্রকল্প (রাজস্ব) মোঃ হাফিজুর রহমান, বেলকুচি, সিরাজগঞ্জের উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামিম রেজা।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলার সুযোগ্য জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাহেদ আলী ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য দপ্তরের মৎস্য জরীপ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম, সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তাদ্বয়, অন্যান্য স্টাফ সহ সুফলভোগী মৎস্যজীবীগণ।