রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে মেলা অনুষ্ঠিত।

মোঃ শাহিনুর রহমান,তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধি / ৬৪৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১

সিরাজগঞ্জের তাড়াশে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২১ উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়েছে।

(৫ জুন) শনিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ  দপ্তর ও ভেটেরিনারী  হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগীতায় ওই হাসপাতাল চত্বরে  প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২১ মেলা উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওবায়দুল্লাহ’র  সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ অফিসার  ও প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২১ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ সোহেল আলম খান, ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র  সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল খালেক প্রমুখ।

প্রদর্শণী অনুষ্ঠান সঞ্চালনা করেন ভেটেরিনারী  সার্জন ডাঃ মোহাম্মদ শরিফুল ইসলাম । এই মেলাতে প্রায় ৪২টি স্টলে বিভিন্ন প্রাণীর প্রদর্শনী দেখানো হয়। গাভী ,ছাগল,ভেড়া ও হাঁস মুরগী পালনে পৃথক পৃথক ভাবে সাফল্যকারীদের মাঝে সনদ ও চেক বিতরণ করা হয়।

এতে ১ম সাফল্যকারীকে ৪ হাজার টাকা করে ৪ জনকে ,২য় সাফল্যকারীকে  ৩ হাজার ৫শ টাকা করে ৪জনকে ও ৩য় সাফল্যকারীকে ২ হাজার ৫শ টাকা করে ৪জনকে  চেক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর