বগুড়ার মহাস্থানে ৬৬ বোতল ফেন্সিডিল সহ কুখ্যাত মাদক সম্রাট আলমের মা আলেছা বেগম (৬০)কে আটক করে শিবগঞ্জ থানা পুলিশ।
শিবগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলামের নেতৃত্বে এস আই স্বপন মিয়া, এএসআই ইসরাফিল ও এস আই বিরঙ্গ সহ সঙ্গীয় ফোর্স গড়মহাস্থান মালখালী এলাকায় একাধিক মাদক মামলার আসামী আলমের বাড়িতে অভিযান চালানো হয়। তার বাড়িতে ফেন্সিডিল না পাওয়া গেলেও পাশে তার মায়ের বাড়িতে অনুরূপ অভিযান চালায় পুলিশ।
এসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে প্রাচীর টপকে দৌড়ে পালিয়ে যায় মাদক সম্রাট আলম। পরে তার মায়ের হেফাজতে রাখা ৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় তার মাকে গ্রেপ্তার করা হয়।ধৃত আলেছা বেগম মহাস্থান গ্রামের লালু মিয়ার স্ত্রী।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত আলেছা বেগম তার ছেলে মাদক সম্রাট নামে খ্যাত আলম(৪২) ও তার স্ত্রী তুহিন বেগম(৩৭) তিন জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছ।
ওসি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের সাথে কোন আপোষ নেই। মাদক ব্যবসায়ী যেই হোক না কেন, তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
পলাতক আসামীদের গ্রেফতারে মাঠে নামেছে পুলিশ।
উল্লেখ্য,কুখ্যাত মাদক সম্রাট আলম শিবগঞ্জ থানার মাদকের শীর্ষ তালিকাভুক্ত আসামী। একটি স্বনির্ভর সূত্র জানায়, মাদকের জরুরী অবস্থাকালীন তাঁকে ক্রসফায়ার দিতে পুলিশের সর্বোচ্চ মহল তাকে হন্য হয়ে খুঁজতে ছিল। এমতাবস্থায় আলম গা ঢাকা দিয়ে দীর্ঘদিন পালিয়ে থাকার পর এলাকায় এসে আবারও মাদকের আখড়া গড়ে তোলে।
এলাকাবাসী আক্ষেপ করে বলেন, আলমের মাদক বিক্রি ও গ্রেফতার এটা নতুন কিছু নয়। এটি তার কাছে ডাল ভাতের মত। হাতেনাতে মাদকসহ আটক হয়ে আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে আবারও মাদকে জড়িয়ে পড়ে।