সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৬:২১ অপরাহ্ন

কুয়াকাটায় টোয়াকের উদ্যোগে আলোচনা সভায় পর্যটন চালু রাখার দাবী।

সৈয়দ মোঃ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি / ৬৪২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১

কুয়াকাটায় করোনাকালীন সময় পর্যটন বন্ধ থাকায় পর্যটন নির্ভর ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও উত্তোরণ  শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াাকাটা (টোয়াক)  এর উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

টোয়াক সদস্য বাংলা ভিশন প্রতিনিধি জহিরুল ইসলাম মিরনের সঞ্চালনায় রুমান ইমতিয়াজ তুষার’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হোসেন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোন অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন, কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক মোতালেব শরীফ, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, কাউন্সিলর শহিদ দেওয়ান, আবুল হোসেন, টোয়াকের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনুসহ  কুয়াকাটা পর্যটন নির্ভর বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন ।

এসময় বক্তারা বলেন, চরম সমস্যায় দিন কাটাচ্ছেন পর্যটনের ক্ষুদ্র ব্যবসায়ীরা। করোনার লকডাউনের কারনে দুই মাস ধরে বন্ধ রয়েছে পর্যটন সংশ্লিষ্ট সকল ব্যাাবসা প্রতিষ্ঠান। এ সময় সকল শিল্প কল-কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানের ন্যায় স্বাস্থ্য বিধি মেনে পর্যটন চালু রাখার দাবী জানান তারা।

কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব  বলেন, করোনার মধ্যে সবকিছু স্বাস্থ্য বিধি মেনে চলতে পারলে পর্যটন কেনো চলতে পারবেনা। স্বাস্থ্য বিধি মেনে পর্যটকদের সেবা দিতে প্রস্তুত রয়েছে হোটেল-মোটেল রিসোর্টগুলোর কর্মীরা।

কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হোসেন গনমাধ্যমকে বলেন, আমার পৌরসভা পর্যটন এলাকার মধ্যে, তাই পর্যটন বন্ধ থাকায় আমার স্টাফদের বেতন ভাতা দিতে পারছিনা। তার কারণ আমি কোনো প্রতিষ্ঠানের ট্যাক্স পাইনা। তাই দ্রুত পর্যটন কেন্দ্র স্বাস্থ্য বিধি মেনে খুলে দেয়ার দাবী জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর