সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় সেলিম রেজা(৩০) ও আব্দুল আলিম(৩৬) নামের ২ ভ্যান শ্রমিকের মৃত্যু হয়েছেন।
নিহত ভ্যান শ্রমিক সেলিম রেজা উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোড়দহ গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
এ ঘটনা নিশ্চিত করে বাঙ্গাল ইউনিয়নের ইউপি সদস্য সিরাজুল ইসলাম (লিটন)জানান বৃহস্পতিবার বিকেল ৬ টার দিকে আলীগ্রামের ফসলি মাঠ থেকে কাটা ধান অটোভ্যান যোগে বাড়িতে নিয়ে আসার পথে বৃষ্টি শুরু হয়। ভ্যান নিয়ে আলীগ্রাম ছেড়ে কিছু দূর আসার পর বজ্রপাতের ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলেই সেলিমের মৃত্যু হয়।
অপর দিকে নিহত আব্দুল আলিম বড়পাঙ্গাসী ইউনিয়নের হওড়া মধ্যেপাড়া গ্রামের মৃত লালচাঁদ প্রামাণিকের ছেলে।
এ ঘটনা নিশ্চিত করে বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির লিটন ভোরের কণ্ঠ প্রতিবেদককে জানান বৃহস্পতিবার সন্ধার পূর্বে হওড়া বাজার থেকে দুধের দুই ব্যাপারিকে তার অটোভ্যানে তুলে নিয়ে লাহিড়ী মোহনপুরের উদ্দেশ্য রওনা হয়। শ্রীপাঙ্গাসী ব্রীজ সংলগ্ন এলাকায় আসার পর বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এ ঘটনায় চালক ও ভ্যানযাত্রী উভয় অজ্ঞান হয়ে সড়কে উপর পরে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক জানান ভ্যান চালক আব্দুল আলিম পথে মধ্যেই মারা গেছেন। অপর দুজন সুস্থ্য রয়েছে।