রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জয়নাল হাওলাদারের জালে সাড়ে ৩১ কেজি ওজনের একটি বাগাইর মাছ ধরা পড়েছে। শনিবার ভোরে ৫ নং ফেরি ঘাটের সামনে পদ্মা নদীতে জাল ফেলে জয়নাল হাওলদার। জাল তোলার সময় বড় আকৃতির মাছটি জালে আটকা পড়ে।
পরে মাছটি দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে দুলাল মন্ডলের আড়তে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে।পরে ফেরি ঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি উন্মুক্ত নিলামে উঠলে ১২৫০ টাকা কেজি দরে মোট ৩৯ হাজার ৩’শ ৭৫ টাকায় মাছটি ক্রয় করেন।বিশাল আকৃতির মাছটি এক নজর দেখতে স্থানীয় জনতা ভীড় করেন।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান,বাগাইড় মাছটি ১২’শ ৫০ টাকা কেজি দরে কিনে নিয়ে ১৪’শ টাকা কেজি দরে ঢাকার এক ব্যাবসায়ীর কাছে মোট ৪৪ হাজার ১’শ টাকায় মাছটি বিক্রি করে দিয়েছি। অনেক দিন হল বড় মাছ পাইনা, আজকে এ মাছটি পেয়ে ভালই লাগছে।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এখন পদ্মায় নদীতে ইলিশ মাছের আকাল থাকলেও বড় বড় বাগাইড়, বোয়াল, কাতল, রুই, পাঙ্গাস সহ নানান মাছ পাওয়া যাচ্ছে। তবে মিঠা পানির সুস্বাদু এত বড় মাছ নদীতে এখন খুব একটা দেখা যায় না। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়েছে।