সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মে) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে স্বাস্থ্য বিধি মেনে চেয়ারম্যান আল আমিন সরকারের সভাপতিত্বে ২০২১-২২ অর্থ বছরের বাজেট পেশ করেন ইউনিয়ন পরিষদের সচিব আমিরুল ইসলাম।
২০২১-২২ অর্থ বছরের বাজেট পেশ করার সময় তিনি বলেন ৫ কোটি ৪৯ লাখ ৯৭ হাজার ৬’শ ৪ টাকা আয় এবং ৫ কোটি ৪৯ লাখ ৫ হাজার ৪’শ ৪ টাকা ব্যয় ধরা হয়েছে। পাশাপাশি বাজেটে ৯২ হাজার ২’শ টাকা উদ্বৃত্ত রাখা আছে ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন, মেডিক্যাল অফিসার করোনা ফোকাল পারসোন ডাঃ আলামিন সরকার,পূনিমাগাঁতী ইউনিয়ন আওয়ামীলিগের সাংগঠনিক সম্পাদক মমিন ভুইয়া,প্রচার সম্পাদক তাকমিদুর রহমান দুলাল প্রমুখ।
এ অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাধারন মানুষ অংশ নিয়ে উন্মুক্ত বাজেট সভায় তাদের মতামত তুলে ধরে খোলামেলা বক্তব্য দেন। এসময় বাজেট নিয়ে সাধারন মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউপি চেয়ারম্যান আলআমিন সরকার । সভার মাধ্যমে সাধারণ মানুষের মতামত নিয়ে উন্নয়ন কর্মকান্ড সহ যাবতীয় সিদ্ধান্ত নেয়া হয়।