রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন

দৌলদিয়ায় এক ব্যবসায়ী জাল টাকাসহ গোয়ালন্দ ঘাট পুলিশের হাতে আটক।

মোঃ রাজু আহমেদ, রাজবাড়ী প্রতিনিধি। / ৬৭২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে বৃহস্পতিবার (২৭ মে) রাত সাড়ে ১০টার দিকে জাল টাকার নোট সহ এক ব্যবসায়ীকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

আটককৃত জাল টাকার নোট ব্যবসায়ী হলো, ময়মনসিংহের গফুরগাও উপজেলার রাওনা ইউনিয়নের ধোপাঘাট গ্রামের মোহাম্মদ আলীর ছেলে হারুন-অর-রশিদ (১৯)।

এসআই সুকুমার বিশ্বাস ও অফিসার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর প্রধান গেইটের সামনে ইটের রাস্তার উপর থেকে হারুন-অর-রশিদকে ৬ হাজার টাকার জাল নোট সহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে যৌনপল্লীর পাশে রেল স্টেশন সংলগ্ন নর্থ বেঙ্গল আজাদ বোডিংয়ে তার ভাড়া করা ৮ নং কক্ষের তোষুকের নিচে আরও ৪১ হাজার ৫থশ টাকার জাল নোট পাওয়া যায়। এ নিয়ে তার কাছ থেকে মোট ৪৭ হাজার ৫থশ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

শুক্রবার (২৮ মে) দুপুরে নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল তায়াবীর।

এ সময় তিনি আরো জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে এসআই সুকুমার বিশ্বাস বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫-অ ধারায় মামলা দিয়ে শুক্রবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর