শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন

কাজিপুর চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা সভা অনুষ্ঠিত।

মোঃ কোরবান আলী। / ৬৪৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

সিরাজগঞ্জের কাজিপুরের ২ নং চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে বৃহস্পতিবার অএ পরিষদ চত্বরে অনুষ্ঠিত বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।

সভাপতিত্ব করেন  চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল । এসময় তিনি গত ২০২০-২১ অর্থবছরের রাজস্ব ও উন্নয়ন প্রকল্পের বিবরণী তুলে ধরেন এবং ২০২১-২২ অর্থ বছরের বাজেট পেশ করেন। অএ ইউনিয়নে ২০২১-২২ অর্থবছরের বাজেটে রাজস্ব এবং উন্নয়নসহ মোট সম্ভাব্য আয় ধরা হয় ৪ কোটি ৮২ লাখ ৮৮ হাজার ২৭০ টাকা ও ব্যয় ধরা হয় ৪ কোটি ৮১ লাখ ৪৮ হাজার ২৭০ টাকা। বাজেটে উদ্বৃত্ত দেখানো হয় ১লাখ ৪০ হাজার টাকা।প্রধান বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন  ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন। ইউনিয়ন আঃলীগের সাধারন সম্পাদক রন্জু তরফদার সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব , শিক্ষক, কৃষক, ব্যবসায়ী ইউপি সদস্যসহ জনসাধারণ এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ইউপি সচিব খোরশেদ আলম। উল্লেখ যে অনুষ্ঠানটি ছিল  অংশগ্রহণ মূলক কর্মপরিকল্পনা প্রনয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতামুলক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর