সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ের দাবীতে প্রেমিকা কলেজ ছাত্রী সোমবার থেকে প্রেমিক রানার বাড়িতে অনশন করছে। প্রেমিক রানা উপজেলার বাঙ্গালা ইউনিয়নের দক্ষিণ গাইলজানি গ্রামের আব্দুল খালেকের ছেলে এবং প্রেমিকা ঘোনা কুচিয়ামারা কলেজের ছাত্রী ও একই গ্রামের আব্দুর কাদেরের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায় অনেক দিন পূর্বে থেকে মেয়েটির সাথে রানার প্রেমের সম্পর্ক চলে আসছে। রবিবার রাতে প্রেমের টানে প্রেমিক রানা প্রেমিকার সাথে তাদের বাড়িতে দেখা করতে আসে।বিষয়টি স্থানীয়রা টেরপেয়ে রানাকে আটকের চেষ্টা করে।এ সময় প্রেমিক রানা কৌশলে পালিয়ে যায়। এ ঘটনা গ্রামের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কলেজ ছাত্রী অন্য কোন উপায় খুঁজে না পেয়ে প্রতিবেশি প্রেমিক রানার বাড়িতে বিয়ের দাবী নিয়ে অনশন শুরু করে।
প্রেমিকা কলেজ ছাত্রী গণমাধ্যমকে জানান প্রতিবেশি রানার সাথে স্কুল জীবন থেকে তার প্রেমের সম্পর্ক। কলেজ জীবনে গিয়ে রানা বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এখন বিয়ের কথা বল্লে অস্বীকৃতি জানিয় তালবাহানা শুরু করে। অন্য কোন উপায় না পেয়ে প্রেমিকের বাড়িতে উঠে পড়েছে।বিয়ে না হওয়া পর্যন্ত সে ওই বাড়ি থেকে অন্য কোথায় যাবে না। এ সময় বিষ/গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার হুমকিও দিয়েছে অনশনরত ওই কলেজ ছাত্রী। সে আরো জানায় বাড়িতে অবস্থান করার প্রথম দু’দিন রানা বাড়িতে ছিলো।বিয়ে পড়িয়ে দেয়ার কথা বলে রানাকে কৌশলে অন্যত্রে সড়িয়ে দিয়েছে তার পরিবারের লোকজন।
বাঙ্গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহেল রানা ঘটনা নিশ্চিত করে জানান প্রেমিক প্রেমিকা উভয় গ্রামের একই পাড়ার প্রতিবেশি।ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও ওই গ্রামের সমাজপতিরা বিষয়টির সুরাহা করতে পড়েনি। মিমাংশার পরিবেশও তৈরি করতে পারেনি।কোন উপায় খুঁজে না পেয়ে ভুক্তভোগীর বাবা আব্দুল কাদের উল্লাপাড়া মডেল থানায় অভিযোগ করেছে।আমি আইনের পক্ষে।