রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন ঔষুধ কারখানার মালিককে জেল জরিমানা।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ৬৬৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ মে, ২০২১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ড্রাগসন ফার্মাসিউটিক্যালস নামের অনুমোদন বিহীন একটি গবাদিপশুর ঔষুদ তৈরীর কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার পৌরশহরের শ্রীকোলা দক্ষিণ পাড়া গ্রামে অনুমোদন ছাড়াই দির্ঘদিন যাবত ড্রাগসন ফার্মাসিউটিক্যালস নামের একটি ঔষুধ কোম্পানি গবাদিপশুর ঔষুধ তৈরি করছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার(২৫ মে) বিকেলে জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রে মোঃ মাঈন উদ্দিনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

এ সময় ঔষুধ কোম্পানির মালিক ওয়াহেদ আলী, ডিরেক্টর রুবেল হোসেন, সেলসম্যান আব্দুল্লাকে আটক করেন এবং অনুমোদনহীন ৭’শ বোতল ঔষুধ জব্দ করেন।পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন।সেই সাথে কোম্পানির মালিক ওয়াহেদ আলীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও জব্দকৃত ঔষুধ উল্লাপাড়া উপজেলা ভ্যাটেনারি সার্জন ডাঃ শামীম আখতারের জিম্মায় রেখেছেন পরে ধবংশের নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
এ সময় উপস্থিতছিলে উল্লাপাড়া উপজেলা ভ্যাটেনারি সার্জন ডাঃ শামীম আখতার,র‍্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়া র‍্যাব -১২’র এ এসপি মুস্তাফিজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর