সরকারি নির্দেশনা অনুযায়ী ৬০% বেশি ভাড়া আদায় করার কথা থাকলেও রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে দূরপাল্লার বাসে ৯০ থেকে ১০০% বেশি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। বুধবার (২৬ মে) সরেজমিন দেখা যায়, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনেই চলছে পরিবহন। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের কিছুটা সত্যতা মিলেছে কাউন্টার মাস্টারদের কাছ থেকে।
এ বিষয়ে রাজবাড়ী পরিবহন ও বিআরটিসি পরিবহনের কাউন্টার মাস্টার মো. আকবর আলী বলেন, কুমারখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসগুলায় আগে ভাড়া নেয়া হতো ২৭০ থেকে ২৮০ টাকা, বর্তমানে নেয়া হচ্ছে ৫৫০ টাকা এবং বিআরটিসি পরিবহনে পাংশা থেকে বরিশাল আগে নেয়া হতো ৩৫০ টাকা, বর্তমানে নেয়া হচ্ছে ৬০০ টাকা। পাংশা থেকে রংপুর নেয়া হতো ৬০০ টাকা, বর্তমানে নেয়া হচ্ছে এক হাজার টাকা। তিনি আরো বলেন, পরিবহনের দুটি আসন মিলে একটি আসন করায় অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে।
এছাড়াও লালন পরিবহনে আগে কুমারখালী থেকে নেয়া হতো ৩৫০ টাকা, বর্তমানে নেয়া হচ্ছে ৫৫০ টাকা। রাবেয়া পরিবহনে কুমারখালী থেকে আগে নেয়া হতো ৩৫০ টাকা, বর্তমানে নেয়া হচ্ছে ৫৫০ টাকা এবং সৌহাদ্য পরিবহনে আগে নেয়া হতো ৩৩৩ টাকা, বর্তমানে নেয়া হচ্ছে ৫৫০ টাকা।
এ বিষয়ে রাজবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আলী বলেন, এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাইনি। পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।