দিনাজপুরের ফুলবাড়ীতে খায়েরবাড়ী ও দৌলতপুর ইউনিয়নের দির্ঘ দিনের তিন হাজার বিঘা জমির জলাবদ্ধাতা নিরোশনে বারাইপাড়া গ্রামে খননকৃত খালটি সংস্করনের কাজ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পানি নিস্কাশনের খালটি পাকা ও সংস্করন কাজের উদ্বোধন করেন সাবেক মন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এসময় উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ রায়হানুল ইসলাম, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের মন্ডল, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ মন্ডল, সংস্কার কাজের ঠিকাদার আবুল হাছান মোল্ল্যা ও আতিয়ার রহমান মিন্টুসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকৌশলীর কার্য্যলয় সুত্রে জানা গেছে স্থানীয় সরকার উন্নায়ন প্রকপ্ল (ইউজিডিপি) এর আওতায় ৪২ লাখ টাকা ব্যায়ে খয়েরবাড়ী ও দৌলতপুর ইউনিয়নের তিন হাজার বিঘা জমির সৃষ্ট জলাবদ্ধতা নিরোশনে খননকৃত খালটি পাকা ও সংস্করনের কাজ শুরু করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন বলেন, উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের পুর্ব নারায়নপুর, মহদিপুর, মহেষপুর ও দৌলতপুর ইউনিয়নের গড়পিংলাই, বারাইপাড়া গ্রামের প্রায় তিন হাজার বিঘা জমি জলাবদ্ধতার কারনে দির্ঘদিন ধরে অনাবাদি হয়ে পড়লে, ২০২০ সালের ২৪ অক্টোবর তৎকালিন দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম এর উদ্যোগে ও উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টনের সার্বিক সহযোগীতায় বারাইপাড়া গ্রামে পানি নিশস্কাশনের খাল খনন করে তিন হাজার বিঘা জলাবদ্ধতা নিরোশন করা হয়। এরপর থেকে ওই জমি গুলোতে আবারো চাষাবাদ শুরু হয়েছে। এই পানি নিস্কাশনের খালটি দির্ঘস্থায়ী করতে খননকৃত খালটি সংস্কার ও পাকা করণ করা হচ্ছে।