শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন

জৈষ্ঠ্যের তীব্র তাপদাহে অতিষ্ঠ গ্রামাঞ্চল মানুষের জনজীবন-ভোরের কণ্ঠ।

মোঃ ফজলে রাব্বী, নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধি / ৭১৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ মে, ২০২১

নলডাঙ্গা(নাটোর) প্রতিনিধিঃ জৈষ্ঠের তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে পরেছে গ্রামাঞ্চল মানুষের জনজীবন। একটু শীতলতার খোঁজে ঘুরে ফিরছে মানুষ। রাস্তাঘাটে কমে গেছে মানুষের চলাচল। গরমে অতিষ্ঠ গ্রাম অঞ্চলের খেটে খাওয়া মানুষ।একটু স্বস্থির আশায় খুঁজে বেড়াচ্ছে গাছের ছায়া।

সেই সাথে অসহায় হয়ে পরেছে প্রাণীকুল।
আম কাঠাল-পাঁকা গরমে অতিষ্ট হয়ে ওঠেছে জনজীবন। তীব্র তাপদাহ, কাঠফাটা রোদ আর অসহনীয় গরমে ঘরে বাইরে কোথাও যেন স্বস্তি মিলছে না। অনেকেই স্বস্থির আশায় গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছেন।

সকলেই যেন তীব্র গরমের যন্ত্রনায় ছটফট করছে। ২/৩ দিনের তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সর্বস্তরের মানুষ। দিনে মাথার উপর সূর্যের প্রখর রোদের তাপ আর রাতের বেলায় ঘরের ভেতর গরম বাতাসের ভ্যাপসা গরম। স্বস্তি মিলছে না কোথাও দিনে বা রাতে।

দিনমুজুর সহ রাস্তার খেটে খাওয়া মানুষগুলো গরমে আর শ্বাস তুলতে পারছেনা, তীব্র গরমে তাদের অবস্থা বেহাল, তবু জীবন আর পেটের তাগিদে তীব্র গরম অপেক্ষা করে কাজ করতে হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর