রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন

শাহজাদপুরে মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক মির্জা আব্দুল বাকীর মৃত্যুবার্ষিকী পালন।

মোঃ জহুরুল ইসলাম, শাহাজাদপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধি। / ৬৯১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ মে, ২০২১

১৯৭১ সালে মহান স্বাধীনতা যু্দ্ধকালীন সময়ের শাহজাদপুর থানা মুক্তিযোদ্ধা কমান্ডারের সার্বাধিনায়ক ও শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুল বাকীর সাহেবের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

তার মৃত্যু বার্ষিক উপলক্ষে রবিবার(২৩ মে) সকাল ১০টার সময় শাহজাদপুর প্রেস ক্লাবে কালো পতাকা উত্তোলন, কর্মরত সাংবাদিদের কালো ব্যাচ ধারন, ১ মিনিট নিরবতা পালন ও মির্জা আবদুল বাকী’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।

পরে শাহজাদপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে তাঁর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি ৭১’র মহান মুক্তিযুদ্ধে শাহজাদপুর থানার অন্যতম সংগঠক ও যুদ্ধকালিন সময়ে অধিনায়ক হিসাবে দ্বায়িত্ব পালন করেছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক,শাহজাদপুর মটর শ্রমিক ইউনিয়ন ও টাউন ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমানের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বিনয় কুমার পাল,শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক শফিউজ্জামান (শফি), সিনিয়র সভাপতি আবুল কাসেম ও শাহজাদপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদ কর্মীবৃন্দ ।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম শাহু , উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনার, মরহুম মির্জা আব্দুল বাকী’র পুত্র মির্জা সাহিদ ফরহাদ রাজু ও কন্যা মির্জা বিলকিস পারভীন (সুমি) প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর