রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে হারেজ মিয়ারপাড়া গ্রামে রিমন মন্ডল(১৪)নামের এক ড্রামট্রাক চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।শনিবার (২২ মে) রাতের কোন এক সময় নিজের স্বয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। গোয়ালন্দ থানা পুলিশ সংবাদ পেয়ে নিহতের বাড়ি থেকে লাশ উদ্ধার করেছে।
নিহত রিমন মন্ডলের মামা সাত্তার মোল্লা জানান, রিমন প্রতিদিনের মতই মাটির ড্রামট্রাক চালিয়ে রাত ১০ টার সময় বাড়ী এসে খেয় নিজের ঘরে ঘুমাতে যায়। পরদিন রবিবার ভোরের দিকে বাড়ির সামনে থেকে অন্য এক ট্রাক ড্রাইভার রিমনের নাম ধরে ডাকতে থাকে।
এ সময় সাড়া না পেয়ে রিমনের বাবা মা ঘরের দরজায় গিয়ে ডাকতে থাকে । তবুও তার সারা না পেয়ে দরজা ভেঙ্গে ঘরের ভিতর গিয়ে দেখেন, চালের আড়ার সাথে গলায় গামছা পেঁচিয়ে ফাঁসিতে ঝুলছে। তার মৃত্যুর ঘটনার সঠিক কারন পরিবারের কেউ জানাতে পারেননি। রিমনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পরিবার ও গ্রামের মানুষের মধ্যে চলছে শোকের ছায়া।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের উপ-পরিদর্শক মিজান আকন্দ এ ঘটনা নিশ্চিত করে জানান স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ড্রামট্রাক চালক রিমনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিমনের মৃত্যুর সঠিক কারন জানাতে পারেননি নিহতের পরিবার। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।