পেশাগত দায়িত্ব পালনে সচিবালয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা, শারীরিক নির্যাতন ও মিথ্যা মামলায় গ্রেফতারের ঘটনায় বৃহস্পতিবার(২০মে) বেনাপোল কাস্টম হাউজের সামনে সাংবাদিকদের মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশ থেকে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।বেনাপোল একতা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম সাধারণ সম্পাদক সুমন হোসেন সীমান্ত প্রেসক্লাবের সভাপতি শাহিনুর রহমান শাহিন সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন পক্ষী বন্দর প্রেসক্লাবের সভাপতি কাজিম উদ্দিন সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম শার্শা উপজেলা সাংবাদিক সংস্থা সভাপতি আবুল বাশার সাধারণ সম্পাদক আবুল কালাম কাস্টম হাউজের সামনে সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠতি হয়। সমাবেশে শার্শা উপজলার কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী ও সাংবাদিক নেতারা অংশ নেন।
সমাবেশ বক্তব্য রাখেন সীমান্ত প্রেসক্লাবের সভাপতি শাহিনুল ইসলাম শার্শা উপজেলা সাংবাদিক সংস্থার আবুল বাশার একতা প্রেস ক্লাবের উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম। এই ঘটনার সঙ্গে জড়িত স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেবুন্নেছা বেগম ও তার সহযোগি কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়েছে যতদিন পর্যন্ত গ্রেফতা না করা হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার হইবে বলে জানান। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের শ্রান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।