সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রথম আলোর জৈষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবীতে রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্দ্যেগে ঢাকা বগুড়া মহাসড়কের ভুইয়াগাতি ঘন্টাব্যাপি মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জানাযায় দৈনিক প্রথম আলোর জৈষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ মন্ত্রনালয়ে পেশাগত দায়ীন্ত পালনে তথ্য অনুসন্ধান করতে গিয়ে হেনস্তার শিকার হন।পরবর্তীতে ৫ ঘন্টা আটকে রাখার পর সরকারি লথি চুরি চেষ্টার অভিযোগে অফিসিয়াল সিক্রেট আইনে সাংবাদিক রোজিনা ইসলামকে জেল হাজতে প্রেরন করা হয়।তথ্য সংগ্রহ করতে গিয়ে স্বাস্থ্য মন্ত্রানালয়ের পক্ষে থেকে সাজানো পাতানো ও হয়রানি মূলক মামলায় রোজিনা ইসলামকে ফাঁসানো হয়। এরই প্রতিবাদে বৃহস্পতিবার(২০ শে মে) সকাল ১১ টার সময় ঢাকা বগুড়া মহাসড়কের ভুইয়াগাতি বাস্টার্ডে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ ক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোস্তফা নুরুল আমিন ও সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলাম সহ উক্ত মানব বন্ধনে অংশ গ্রহন করেন অভিজিৎ কুমার, এসএম জাকারিয়া, আইবয়ুব আলী,শাহিন খান,শামিম খান,মোকাদেস হোসেন, রেজাউল করিম, এনামুল হক বাদসা,শাহিন ইব্রাহিম খান ও প্রমুখ।