শিরোনাম
গাঁজায় গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল-বিক্ষোভ। গাঁজায় চলম ধ্বংসষজ্ঞ ও প্রানহানীর প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ। গাঁজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মাধবপুরে বিক্ষোভ মিছিল। ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল। ইহুদীদের সাথে হযরত মুহাম্মদ (স.) জামাকে তুলনা করায় মৌলভীবাজারে প্রতিবাদ। কালিয়াকৈর চাপাইর তুরাগ নদীতে বৃদ্ধের লাশ উদ্ধার। উল্লাপাড়ায় শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা অভিযোগ। উল্লাপাড়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ। মাধবপুরে গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী গ্রেপ্তার। ঈদুল ফিতর ঈদ আনন্দ শেষে ঢাকা মুখি গ্রামে আসা কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ।
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১২:২৩ অপরাহ্ন

উল্লাপাড়ায় জিহাদি বইসহ জামায়াত শিবিরের ৪ নেতা আটক-ভোরের কণ্ঠ।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ১১৩৬ বার পড়া হয়েছে
প্রকাশের তারিখ ও সময় : মঙ্গলবার, ১৮ মে, ২০২১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিপুসংখ্যক জিহাদি বইসহ জামায়াত শিবিরের ৪ নেতাকে আটক করছে মডেল থানা পুলিশ।

সোমবার রাতে উল্লাপাড়া পৌরশহরের ঝিকিড়া মহল্লায় মোঃ আব্দুল বারিকের ভাড়া করা বাসায় জামায়াত শিবির দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির লক্ষ্যে গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল গিয়ে তাদের আটক করে পুলিশ ।এ সময় তাদের নিকট থেকে বিপুল সংখ্যক জিহাদি বই উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন উল্লাপাড়া পৌর ছাত্রশিবিরের আমির শ্রীকোলা গ্রামের আঃ জলিলের ছেলে মোঃ নাজমুল হুদা(২১),ছাত্রশিবিরের সেক্রেটারি পুকুরপাড় গ্রামের আহম্মদ আলীর ছেলে মোঃ রিয়াজ উদ্দিন(২২),উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক ফলিয়া গ্রামের সোরমান আলীর ছেলে মোঃ আঃ বারিক(৩২) ও টাঙ্গাইলের কালিহাতি উপজেলা মানবাধিকার বিষয়ক সম্পাদক দুর্গাপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে মোঃ তারিকুল ইসলাম(২২)।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ)মোঃ নূর আলম সিদ্দিকি উল্লাপাড়া মডেল থানায় আয়োজিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় তিনি আরোও জানান সংঘবদ্ধ কিছু অসম্প্রদায়ী গোষ্ঠী বর্তমান প্রেক্ষাপটে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে স্বচ্চার রয়েছে।পুলিশ প্রশাসন ওই গোষ্ঠীর উপর করা নজর রেখেছে। তিনি অসম্প্রদায়িক গোষ্ঠীর সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। দেশের স্বাধীনতা রক্ষার্থে সাংবাদিক ও জনসাধারনের সহযোগিতা কামনা করেন।

এ সময় সহকারী পুলিশ সুপার(উল্লাপাড়া সার্কেল)মোঃ মাহফুজ হোসেন,উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমাড় দাস ও সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সম্প্রতি উল্লাপাড়া মডেল থানা পুলিশ ৯ জন জামায়াত শিবিরের নেতাকর্মীকে আটক করে জেলহাজতে পাঠিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর