রাজবাড়ীর গোয়ালন্দে ইয়াসমিন(১৮)নামের এক গৃহবধূ স্বামীর উপর অভিমান করে আত্মহত্যা করেছে।নিহত গৃহবধূ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের বিলডাঙ্গা গ্রামের হৃদয় ব্যাপারির স্ত্রী।
রবিবার(১৬ মে) সকাল ৬ টার সময় স্বামীর বাড়িতে এই আত্মহত্যার ঘটনা ঘটে। হৃদয় ব্যাপারি মাজেদ আলী ব্যাপারির ছেলে।
জানা যায়,নিহত গৃহবধূ ইয়াসমিন ও হৃদয় এক বছর আগে ঢাকায় একই গার্মেন্টস ফ্যাক্টারীতে চাকুরী করার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের টানে তারা দুজন দুজনকে ভালবেসে বিয়ে করে। বিয়ের কিছু দিন পর হৃদয় তার স্ত্রী ইয়াসমিনকে সাথে নিয়ে গ্রামের বাড়িতে চলে আসে।লক্ষ্মীপুরে ইয়াসমিনের বাবার বাড়ি।
বিয়ের বয়স এক বছর হওয়ার পরেও স্ত্রীকে বাবার বাড়ি যেতে দেন না স্বামী। এ নিয়ে স্বামীস্ত্রী’র মধ্যে ক’দিন যাবৎ মানঅভিমান চলছিলো। বাবার বাড়ি যেতে না দেওয়াকে কেন্দ্র করে গলায় ওরনা পেঁচিয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে প্রতিবেশি সূত্রে জানা যায়।
প্রতিবেশী সূত্রে আরো জানা যায়,শনিবার বিকালে গৃহবধূ ইয়াসমিন ভালোই হাঁসিখুশিতে ছিল।বাবার বাড়ির লোকজনের সাথে মোবাইলে কথা বলতেও দেখা গেছে।
এ ব্যাপারের হৃদয়ের মা জানান পুত্রবধূর সাথে আমাদের সুসম্পর্ক ছিলো।আগের দিন সবার সাথে হাঁসিমুখে কথা বলেছে।ঈদের দিন সবার সাথে আনন্দে ঈদ করেছে। বৌমা হঠাৎ আত্মহত্যা করেছে এটা আমাদের কাছে অভাবনীয়।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক মাছরুল আলম জানান, আপাতত দৃষ্টিতে আত্মহত্যা বলে মনে হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার আগেই আত্মহত্যার ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।