রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের জমিদার ব্রিজের দক্ষিণ-পূর্ব দিকের বিশ্বনাথপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের পাশে পারিবারিক জমিজমা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ভাই-ভাইয়ের মধ্যে গোলমাল এর সৃষ্টি হয়। উক্ত গোলমালকে কেন্দ্র করে আসলাম ও পলাশ নামে দুই ভাইয়ের মধ্যে ভীষণ মারামারির ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার ( ১৫ মে) সকাল পৌনে ৯টার দিকে ।
জানা যায়, উক্ত মারামারির ঘটনায় আসলামের ছেলে তুষার খলিফাকে (১৮) তার চাচা পলাশ খলিফা ও তার ছেলে বাধন খলিফা ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করার চেষ্টা করে । এতে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তুষার খলিফাকে স্থানীয় লোকজন ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করে। ভর্তি করার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয়রা জানান, নিহত তুষার খলিফার পিতা আসলাম ও চাচা পলাশের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমার বিরোধ চলছিল।তুষারের বড় চাচী লাবনী বেগম বলেন বাঁধন আগে থেকেই উচ্ছৃঙ্খল প্রকৃতির ছেলে। এই বাঁধন আমার ছেলে সাকিবকে প্রায় এক বছর আগে ছুরি দিয়ে আঘাত করছিল । শনিবার সকালে আমার ভাতিজি তুষারকে হত্যা করল ছুরির আঘাতে। আমরা এ তার বিচার চাই। আমরা বাঁধন এর ফাঁসি চাই।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার এসআই মামুন জানান, নিহত তুষারের হত্যাকারী হিসাবে তার চাষী ফেরদৌসী বেগম ও চাচাতো ভাই বাধন খলিফা কে আটক করা হয়েছে।এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে